জামালপুর: জামালপুর সদর উপজেলার সর্দারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবক নিহত হয়েছেন। ।
সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি সর্দারপাড়া এলাকা অতিক্রমকালে অজ্ঞাতপরিচয় এক যুবক ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা জামালপুর জিআরপি থানায় খবর দেন।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সরকার বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫