ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক সংকটে সুবিধাভোগীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
‘আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ এবং ভূমি সুশাসনের নিশ্চয়তা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এলআরডি) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সংকটের সময় বিশেষ মহল সুবিধাভোগ করে। অস্থিরতার সুযোগে বিশেষ ক্ষেত্রে সুবিধা নিচ্ছেন তারা। আর তা সইতে হয় সুবিধা বঞ্চিত মানুষদের।
তিনি বলেন, কার কতটুকু পাবার অধিকার রয়েছে তা জানার অধিকার রয়েছে জনগণের। কিন্তু সে অধিকারও লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকার ও তথ্য জানার অধিকার রক্ষায় প্রয়োজনীয় কাজ করতে হবে।
বৈঠকে রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, সুবিধাবঞ্চিতদের সুযোগ করে দিতে হবে।
বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, উন্নয়ন সংস্থা এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫