জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানীর রায়ের বাজারে আরও একটি কবরস্থান করা হচ্ছে। এ কবরস্থানটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কবরস্থান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
মন্ত্রী জানান, রায়ের বাজারের কবরস্থানটিতে লক্ষাধিক কবর সংস্থানের সুযোগ রয়েছে। কবরস্থানটি নির্মাণ করতে ৫৪৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। চলতি বছরের জুন মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে।
একই প্রশ্নকর্তার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শহর এলাকায় পাবলিক টয়লেটের সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল এবং বিদ্যমান অনেক পাবলিক টয়লেট ব্যবহার অনুপযোগী। এছাড়া দুর্বল ব্যবস্থাপনা ও কারিগরি সীমাবদ্ধতার কারণে এগুলো নারী ও প্রতিবন্ধী বান্ধব নয়। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকা শহরে স্যানিটেশন চাহিদা মেটানো এবং সামগ্রিক জনস্বাস্থ্যের উন্নতিকল্পে নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রেখে ঢাকা শহরে পাবলিক টয়লেটগুলো মেরামত, পুনঃনির্মাণ ও সম্ভাব্য নতুন স্থানে নতুন টয়লেট নির্মাণের জন্য ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা ও বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের সাথে সমঝোতো স্বাক্ষর হয়েছে। বর্তমানে ঢাকা শহরে ৩০টি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫