ফেনী: ফেনীর সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ভালুকিয়া এলাকায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
ফেনীর সদর হাসপাতালের (আরএমও) অসীম কুমার সাহা বাংলানিউজকে জানান, রাতে ভালুকিয়া এলাকায় ভূঁইয়া বাড়ির আলমগীরের ঘরে ঢুকে ডাকাতরা ১০ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।
এ সময় এলাকাবাসী এক ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫