ঢাকা: আগামী সপ্তাহে পর্তুগাল যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। ২২ ফেব্রুয়ারি পর্তুগালের উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার।
দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতেই সেখানে যাচ্ছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি জানায়।
পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রু মাশাতের আমন্ত্রণে ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্য্যন্ত লিসবন সফর করবেন পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী। সেখানে পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন তিনি।
বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলেও সূত্র জানায়।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দ্বি-পক্ষীয় বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী।
২১ ফেব্রুয়ারি ভোর ৫টায় দেশে ফেরার কথা রয়েছে তার। এরপর ২২ ফেব্রুয়ারি পর্তুগালের উদ্দেশে রওনা দেবেন মাহমুদ আলী।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা ফেব্রুয়ারি ১৬, ২০১৫