পাবনা: নৈরাজ্য ও নাশকতা রোধে পাবনা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পাবনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগের পুলিশের ডিআইজি ইকবাল বাহার, বিজিবি-৩৭ ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার কর্নেল শাজাহান সিরাজ, কর্নেল আরিফ চৌধুরী, কেএম ফেরদৌসুল হক, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় রাজনীতির নামে চলমান নৈরাজ্য ও নাশকতা রোধে প্রশাসনের আরো জোরালো ভূমিকা ও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫