ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা রোধে পাবনায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
নাশকতা রোধে পাবনায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা:  নৈরাজ্য ও নাশকতা রোধে পাবনা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পাবনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগের পুলিশের ডিআইজি ইকবাল বাহার, বিজিবি-৩৭ ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার কর্নেল শাজাহান সিরাজ, কর্নেল আরিফ চৌধুরী, কেএম ফেরদৌসুল হক, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রাজনীতির নামে চলমান নৈরাজ্য ও নাশকতা রোধে প্রশাসনের আরো জোরালো ভূমিকা ও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।