বাগেরহাট: বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষার্থীদের হাতে বৃত্তির এককালীন অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি (বাগেরহাট-৪)।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত জেলার ৯ উপজেলার ৩৬১ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার ৩০০ টাকা করে দেওয়া হয়।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহ আলম সরদার, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫