ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খালেদাকে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান রওশনের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
খালেদাকে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান রওশনের

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাশকতা ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান তিনি।



নাশকতা বন্ধে যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আপনি এই নাশকতা বন্ধে যা যা করা প্রয়োজন, তাই করেন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনার পাশে থাকবো।

‘বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে জনগণ রাজনীতিবিদরের ওপর আস্থা হারিয়ে ফেলছে। দেশের মানুষ রাজনীতিকদের প্রতি ভীত হয়ে পড়ছে। অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ’, বলেন রওশন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, এভাবে সরকার উৎখাত করা যায় না। সরকারকে সরাতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। নাশকতা ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন। মানুষের জন্য কাজ করুন।

‘আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এই জনগণই আপনাকে ভোট দিয়েছিল। এখন সেই জনগণের ক্ষতি করছেন’, যোগ করেন রওশন এরশাদ।

এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি।
 
রওশন বলেন, অবরোধ-হরতালের এ কয়দিনে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে। শ্রমিকরা যেমন কাজ করতে পারছে না তেমনি বিনিয়োগও হচ্ছে না।

‘দেশের মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চায়’ উল্লেখ করে তিনি বলেন, হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষার্থীসহ  সাড়ে ৫কোটি ছাত্র-ছাত্রীর পড়াশোনা ব্যহত হচ্ছে। অভিভাবক-শিক্ষার্থীরা আজ আতঙ্কে দিনাতিপাত করছেন। কিন্তু কেন?

রওশন বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আর এখন সেই মানুষের জন্যই বাধা হয়ে দাঁড়িয়েছি। এই অবস্থা বন্ধ করতে হবে।

অন্যথায় কয়দিন পর রাজনীতিকদের জনগণ দেখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

** যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ বিল পাস
** দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থান হবে রায়ের বাজারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।