ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঠমান্ডুতে হয়ে গেল বাংলাদেশ-নেপাল মেলা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
কাঠমান্ডুতে হয়ে গেল বাংলাদেশ-নেপাল মেলা

ঢাকা: কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল মেলা শেষ হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১১-১৫ ফেব্রুয়ারি মেলা চলে।



মেলার উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ্ মাশফি বিনতে শামস। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের বাণিজ্য মন্ত্রী সুনীল বাহাদুর থাপা।

মেলাতে তৈরি পোশাক, কসমেটিকস, ওষুধ, ভেষজ ওষুধ, হস্তশিল্প, হিমায়িত খাদ্য, সিরামিকস, প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়, প্রকাশনী, তথ্যপ্রযুক্তি, শিক্ষাসহ বাংলাদেশের ৮০ টি এবং নেপালের ২০টি প্রতিষ্ঠান যোগ দেয়।

মেলায় বিভিন্ন ধরণের পিঠা ও বিরিয়ানিসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রীর প্রদর্শনী চলে।

সোমবার কাঠমান্ডু দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাঠমান্ডুর ভ্রিকুটি মন্ডপে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ‘বাংলাদেশ-নেপাল মৈত্রী কনসার্ট’ অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন নগর বাউল খ্যাত জেমস্।

দুই দেশের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত এ মেলা নেপালের জনগণ এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।