ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ১৩ জুয়াড়ি-মাদকসেবীর জেল-জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
মধুপুরে ১৩ জুয়াড়ি-মাদকসেবীর জেল-জরিমানা প্রতীকী

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আটক ১৩ জুয়াড়ি-মাদকসেবীর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা মাদক সেবনের দায়ে ২ জনকে ১ মাসের ও ৫ জুয়াড়িকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এরা হলেন- উপজেলার আকাশী গ্রামের লুৎফর রহমান, বাবলু মিয়া, চাড়ালবাড়ী গ্রামের মোবারক হোসেন, রাণিয়াত গ্রামের সুজন মিয়া, মির্জবাড়ি গ্রামের কোরবান আলী, পুণ্ডুরা গ্রামের আব্দুল মান্নান এবং দড়িহাতিল গ্রামের সুমন মিয়া।

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোক্তাদির আজিজ ৬ জুয়াড়িকে ১শ টাকা করে জরিমানা করেন।

তারা হলেন- পিরোজপুর গ্রামের ছোবহান মিয়া, আবুল হোসেন, গোলাম মোস্তাফা, কাইয়ুম আলী, আব্দুল হামিদ ও আব্দুর রাজ্জাক।

এসময় গোপালপুর সার্কেলের সিনিয়র এএসপি আবুল হাসানাত ও ওসি সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।