ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন সাত গুণীজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন সাত গুণীজন ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক-২০১৫ পেয়েছেন সাত বিশিষ্ট নাগরিক।
 
ড. এমএ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন প্রথমবারের মতো এ স্বর্ণপদক প্রদান করেছে।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ড. ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মদিন ও সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ স্বর্ণপদক প্রদান করা হয়।
 
পদকপ্রাপ্তরা হলেন, সেরা অভিনেতা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সেরা শিক্ষাবিদ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সেরা সমাজসেবক কাজী আকরাম উদ্দিন আহমদ, সেরা শিক্ষানুরাগী (মরণোত্তর) মরহুম কাজী মাহবুবউল্লাহ, সেরা শিক্ষিকা ড. এসএম আনোয়ারা বেগম, সফল পরমাণু বিজ্ঞানী ড. কানাই লাল চক্রবর্তী ও সফল কথাশিল্পী সৈয়দা ফরিদা রহমান।

পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

অনুষ্ঠানে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দেশের এ কৃতী পরমাণু বিজ্ঞানীকে জাতীয় বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দান, স্মৃতি ট্রাস্ট গঠনসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরার প্রতিশ্রুতি দেন মন্ত্রী মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজন, সংগঠনের সংগঠক ও ড. ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠজনরা স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।