ঢাকা: মঙ্গলবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। ওয়াশিংটনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন তিনি।
হোয়াইট হাউজ আয়োজিত উগ্রবাদের বিরুদ্ধে সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মন্ত্রীপর্যায়ে এক বৈঠক অংশ নেবেন মাহমুদ আলী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সাম্প্রতিক সময়ে অটোয়া, সিডনি ও প্যারিসে উগ্রপন্থি হামলার প্রেক্ষাপটে বুধ ও বৃহস্পতিবার এ সম্মেলন হচ্ছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ছাড়াও অর্ধশতাধিক দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
৫ জানুয়ারি নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর।
তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র সচিব শহীদুল হকও থাকছেন সেখানে। ২১ ফেব্রুয়ারি ভোরে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫