নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার সোনাপুর-সূবর্ণচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে তারেক ও একই ইউনিয়নের হাফেজুল হকের ছেলে ইসমাঈল।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তারেক ও ইসমাঈল মোটরসাইকেলে মাইজদী থেকে ফিরছিলেন। এ সময় সোনাপুর-সূবর্ণচর সড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারেক ও ইসমাঈল মারা যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫