ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সার কারখানা মালিককে কারাদণ্ড, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সাভারে সার কারখানা মালিককে কারাদণ্ড, জরিমানা

সাভার (ঢাকা): সাভারে আশুলিয়ায় দুটি সার কারখানায় অভিযান চালিয়ে মালিককে কারাদণ্ড ও জরিমানা করেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ৠাবের নির্বহী ম্যাজিষ্ট্রেট মো. আল- আমিন এর নেতৃত্বে আশুলিয়ার নয়াপাড়া এলাকার এসএসএ এগ্রো কেমিকেল কোম্পানি ও দেসাইদ এলাকার সবুজ এগ্রো ইন্ডাস্ট্রিজে এ অভিযান চালানো হয়।

  

দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ মেট্রিকটন ভেজাল সার ও সার তৈরীর উপকরণ উদ্ধার করা হয়।

অভিযানে দুটি কারখানা থেকে ১১টি ব্র্যান্ডের প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের ৯৩ মেট্রিকটন ভেজাল সার জব্দ করে তা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে বুঝিয়ে দেন র‌্যাব সদস্যরা।

এ ব্যাপারে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন বাংলানিউজকে  বলেন, এসএসএ এগ্রো কেমিকেল এর মালিক মকবুল হোসেনকে আড়াই বছরের কারাদণ্ড ও দুই লাখ ত্রিশ হাজার টাকা ও সার তৈরীর ছয় কারিগরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনের দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

সবুজ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এর মালিক পলাতক থাকায় উপজেলা কৃষি কর্মকর্তাকে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সকল ভেজাল কারখানা ও প্রতিষ্ঠানে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।