ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন, আহত ২

বগুড়া: একটি বেসরকারি টেলিভিশনে ‘মোটরশ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে বগুড়ায় পরিবহন ধর্মঘট’ শীর্ষক ভুল সংবাদ প্রচারিত হওয়ার পর বগুড়ার সীমানা সংলগ্ন মহাস্থান এলাকায় সড়ক অবরোধ করে ট্রাকে আগুন দিয়েছেন মোটর শ্রমিক পরিচয়ধারী দৃর্বৃত্তরা। এ সময় লাঠিসোঠার আঘাতে ট্রাকচালক ও তার সহযোগী আহত হয়েছেন।



সোমবার(১৬ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার গোয়ালপাড়া এলাকার তফসের আলীর ছেলে ট্রাকচালক ওবায়দুর রহমান(৪২) ও তার সহযোগী একই জেলা সদরের শাহপাড়া এলাকার মোতালেবের ছেলে মঞ্জু মিয়া(২০)।   

প্রত্যক্ষদর্শী টহল পুলিশ সূত্র জানিয়েছে, বগুড়া শহরের ঠনঠনিয়া আন্ত:জেলা কোচ টার্মিনালে বাবুল পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় জাহাঙ্গীর নামের এক মোটরশ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের প্রতিবাদে শ্রমিক সংগঠন বগুড়ায় পরিবহন ধর্মঘট আহবান করেছে, বেসরকারি ওই টেলিভিশনে এমন সংবাদ প্রচার করা হয়। এর পরই শিবগঞ্জ থানার মহাস্থান বন্দরে (বাসস্ট্যান্ডে) শ্রমিকরা সড়কে গাছের গুঁড়ি ও কাঠ ফেলে অবরোধ করে রাখেন।

সংবাদ পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক পরিস্কার করতে গেলে পাশে বগুড়া সদর থানার মহাস্থান ক্লিনিকের সামনে লাঠি হাতে শ্রমিক পরিচয়ধারী দৃর্বৃত্তরা চলমান ৩টি পণ্যবাহী ট্রাকে এলাপাতাড়ি আঘাত করেন। তারা পরে মাছবাহী একটি ট্রাকে(ঢাকা মেট্রো-ট ১৪-৭১৭৫) গাড়িতে আগুন দেন। পরে গ্রেফতারকৃত শ্রমিক নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে সংবাদ প্রচার করা হলে সেখানকার পরিস্থিতি শান্ত হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাসার এবং শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব বাংলানিউজকে জানান, একটি ভুল সংবাদের ওপর ভিত্তি করে উত্তেজিত শ্রমিকরা এসব ঘটনা ঘটিয়েছেন।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপারে(এএসপি/সদর) ও গাজিউর রহমান বাংলানিউজকে জানান, শ্রমিক জাহাঙ্গীরকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তাকে পুলিশ গ্রেফতার করেনি। একটি টেলিভিশনে শ্রমিক নেতাকে গ্রেফতার দেখানো এবং বগুড়ায় পরিবহন ধর্মঘটের কথা প্রচার করায় সাময়িকভাবে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।      
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি  ১৬ ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।