ঢাকা: রাজধানীর কাফরুল থানা এলাকার একটি বাসা থেকে রমিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ওই এলাকার হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার উ-পরিদর্শিক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে রমিজা আত্মহত্যা করেছেন বলে জানান এসআই রফিকুল।
বাংলোদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫