ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন আউটার সিগন্যালের কাছে রেললাইন বাঁকা হয়ে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে এমনটি হয়েছে। পরে মেরামত শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। আশুগঞ্জ আউটার সিগন্যালের কাছে রেললাইনের সামান্য অংশ বাঁকা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫