ঢাকা: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে আবুল কালাম আজাদকে নিয়োগ দিয়েছে সরকার।
একই সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া চার অতিরিক্ত সচিব এবং ১৩ যুগ্ম-সচিবের রদবদল করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার রোববার (১৫ ফেব্রুয়ারি) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তারই স্থলাভিষিক্ত হলেন আবুল কালাম আজাদ।
২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন তিনি।
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আবুল কালাম আজাদ ১৯৫৭ সালের ৭ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ৬ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে সুরাইয়া বেগম প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে কর্মরত ছিলেন।
১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা সুরাইয়ার ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কানিজ ফাতেমাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
পৃথক আদেশে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে পাট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
আর বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য তপন কুমার চক্রবর্তীকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব এমদাদ হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ময়েজুদ্দীন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।
এদিকে যুগ্ম-সচিবের ১৩ পদে রদবদল করে আদেশ জারি করা হয়।
এরমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মেসকাত আহমেদ চৌধুরীকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্যামা প্রসাদ বেপারীকে উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তি প্রকল্পের পরিচালক, ওএসডি যুগ্মসচিব জ্যোতির্ময় সমাদ্দরকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক, চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ফেরা যুগ্মসচিব রুহিদাদ যোদ্দারকে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে তিনটি হ্যান্ডলুম স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, মো. আব্দুর রবকে খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের পরিচালক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যুগ্মসচিব মো. আব্দুর রউফ খানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রফিকুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব হুসনে আরাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সৈয়দ আবু আসাদকে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত (প্রতিযোগিতা কমিশনে সচিব হিসেবে), খুলনা জেলা কারাগার নির্মাণে প্রকল্পের পরিচারক মোহাম্মদ হুমায়ুন কবীরকে ওএসডি এবং ওএসডি যুগ্মসচিব মো. আবু ইউসুফকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫, আপডেট: ২১৪৩ ঘণ্টা
প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন...