ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণ ও সৌদি রিয়ালসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)
এসময় তাদের কাছ ১১ হাজার সৌদি রিয়াল, পাঁচটি মোবাইল সেট এবং সাতটি সোনার বারসহ বেশকিছু স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সৌদি ফেরত আটক দুই ব্যক্তি হলেন-আবুল কালাম (৩৯) এবং কবির হোসেন (৪১)।
র্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি কামরুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫