ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধোলাইপাড়ে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ধোলাইপাড়ে বাসে আগুন ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কদমতলী থানার  ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আকস্মিকভাবে যাত্রীবাহী বোরাক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ-১১-২৯৭৭) আগুন ধরিয়ে দেয় অবরোধ ও হরতাল সমর্থকরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানান ফরহাদ।

রাজধানীতে কর্মসূচি করতে না দেওয়ায় ৫ জানুয়ারি বিকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

এরমধ্যে মাঝে দু-একদিন বিরতি দিয়ে বেশ কয়েকবার হরতালও পালন করছে সরকার বিরোধী এ রাজনৈতিক জোট।

অবরোধের পাশাপাশি সর্বশেষ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর থেকে আবারও টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জোটটি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।