পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় কারখানা নদীতে ঢাকাগামী ৩টি লঞ্চ অন্তত ৫ হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পর্যাক্রমে পটুয়াখালী লঞ্চঘাট থেকে ছেড়ে আসা সুন্দরবন-৯, কুয়াকাটা-১ ও বাগেরহাট-২
লঞ্চগুলো বাউফলে এসে নাব্যতা সংকটের কারণে নদীতে আটকা পড়ে।
পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালক আবদুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টার থেকে ৬টার মধ্যে এসব লঞ্চ ৪ থেকে ৫ হাজার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। ভোরের দিকে জোয়ার এলে এগুলো ছেড়ে যাবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫