ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৫ হাজার যাত্রী নিয়ে ৩ লঞ্চ আটকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
৫ হাজার যাত্রী নিয়ে ৩ লঞ্চ আটকা ছবি: (ফাইল ফটো)

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় কারখানা নদীতে ঢাকাগামী ৩টি লঞ্চ অন্তত ৫ হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পর্যাক্রমে পটুয়াখালী লঞ্চঘাট থেকে ছেড়ে আসা সুন্দরবন-৯, কুয়াকাটা-১ ও বাগেরহাট-২
লঞ্চগুলো বাউফলে এসে নাব্যতা সংকটের কারণে নদীতে আটকা পড়ে।



পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালক আবদুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৫টার থেকে ৬টার মধ্যে এসব লঞ্চ ৪ থেকে ৫ হাজার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। ভোরের দিকে জোয়ার এলে এগুলো ছেড়ে যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।