চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাস সোয়া ৮টার দিকে উপজেলা গেট এলাকা অতিক্রম করছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাসের পেছনের অংশের একটি সিটে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে গাড়ির চালক গাড়িটি থামিয়ে বস্তা চাপা ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
এক সপ্তাহ আগে একই স্থানে পাপিয়া ট্রান্সপোর্টের অপর একটি বাসে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫