ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিশু জিহাদের মৃত্যুর মামলায় আসামির জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
শিশু জিহাদের মৃত্যুর মামলায় আসামির জামিন স্থগিত

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভেতরে পড়ে জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় এক আসামির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত তিন সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন।


 
গত ০৯ ফেব্রুয়ারি এ মামলার আসামি আবদুস সালাম হাইকোর্ট থেকে জামিন পান।
 
গত বছরের ২৬ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাজাহানপুরে রেলওয়ে মাঠের পাম্পের পাইপের ভেতর পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জিহাদকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে পাম্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউসের মালিক আবদুস সালামসহ দু’জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা করেন জিহাদের বাবা মো. নাসির ফকির।
 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মুনসুরুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।