ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টিফিনের টাকা বাঁচিয়ে দগ্ধদের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
টিফিনের টাকা বাঁচিয়ে দগ্ধদের সহায়তা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: চলমান রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২০ জন রোগীর মাঝে টিফিনের টাকা বাঁচিয়ে আর্থিক সহায়তা দিয়েছে আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. হাসিনুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীরা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে তারা প্রত্যেককে ১২শ’ টাকা করে সহায়তা দেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা মোস্তফা আহমেদ, মো. ফজলুল হক, মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ সোমানী ও কলেজের শিক্ষকরা।


বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, ফেব্রয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।