ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে `বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ঝিনাইদহে `বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চুলটিয়া গ্রামে ৠাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-৬) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা রফিকুল ইসলাম ছোট তারেক (৩৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের‘ ঘটনা ঘটে।



রফিকুল ইসলাম তারেক ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের দলিল উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ ৠাব-৬ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মো. ফয়সাল বাংলানিউজকে জানান, সোমবার রাতে নিজ বাড়ি থেকে তারেককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ভোর সাড়ে চারটার দিকে অস্ত্র উদ্ধারে চুলটিয়া গ্রামে গেলে তার সহযোগীরা ৠাবকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে ৠাবও পাল্টা গুলি চালায়। এ সময় তারেক পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ৠাব আরো জানায়, এসময় ঘটনাস্থল থেকে দু’টি নাইন এমএম পিস্তল, একটি শ্যুটারগান, দু’টি দেশি পিস্তল, ছয়টি পেট্রোল বোমা ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

ঝিনাইদহ থানার উপ-পরিদর্শক গোকুল চন্দ্র অধিকারী বাংলানিউজকে জানান, সকাল আটটার দিকে সদর উপজেলার চুলটিয়া ও তেঁতুলতলার মাঝামাঝি একটি মেহগনি বাগান থেকে তারেকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের দাবি, নিহত তারেক মহারাজপুর ইউনয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
আগে তিনি চরমপন্থি দলের সঙ্গে যুক্ত থাকলেও ৮৯ সাল থেকে তারেক আওয়ামী লীগে যোগ দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

তিনি আরো জানিয়েছেন, হতদরিদ্র রফিকুল স্থানীয় আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করেছিলেন।

মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।