যশোর: যশোরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মালবাহী ট্রেনটি খুলনা থেকে যশোর হয়ে পার্বতীপুর যাচ্ছিল। পথে একটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনটি উদ্ধারের জন্য খুলনা থেকে ক্রেন আনা হচ্ছে। তবে মালবাহী ট্রেনটি না সরানো পর্যন্ত লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান তিনি।
এদিকে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় চিত্রাসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেন চিত্রা নওয়াপাড়ায় আটকে রয়েছে। এছাড়াও সৈয়দপুরগামী রূপসা, চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ও পার্বর্তীপুরগামী রকেট ট্রেনটি ছাড়ার অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫/আপডেট: ১১৩৮ ঘণ্টা