ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সাতক্ষীরায় ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১ প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার রামচন্দ্রপুর এলাকায় ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম (৩২) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহীদুল ইসলাম শহরের রসুলপুর পশ্চিমপাড়া এলাকার আকবার আলীর ছেলে।

পুলিশের দাবি, শহীদুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শহীদুলসহ তার সহযোগীরা।

খবর পেয়ে সেখানে অভিযান চালালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও দু’টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়লে রামচন্দ্রপুর ফাঁকা মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে দা, ধারালো ছোরা, শটগানের গুলির খোসা ও বোমার অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দু’টিসহ ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।