যশোর: যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের একটি মসজিদের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশরাফ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আশরাফ ওই একই গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন-ফুলসারা গ্রামের আসাদুল (৪০), মহিদুল (২৬) ও তাঁরা (৩০)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ফুলসারা গ্রামের একটি মসজিদের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় মুক্তার ও আশরাফ গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আশরাফসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০১৫