ঢাকা: প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিয়মিত সভায় মামলার অনুমোদন দেয় কমিশন।
তিনি বলেন, শিগগিরই মামলাটি দায়ের করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম দিলদার বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইন্সটিটিউট অব রুরাল ডেভেলপমেন্টের (আইআরডি) নির্বাহী পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটির গৃহায়ন তহবিল থেকে তিনি ১২ লাখ ৪৩ হাজার ৫৪৫ আত্মসাৎ করেছেন। দণ্ডবিধির ৪০২ ও ৪০৬ ধারায় দুদক মামলার অনুমোদন দেয়।
দুদকের উপ সহকারী পরিচালক মাহবুব আলম অভিযোগটির অনুসন্ধান করেছেন। দুদকের এ কর্মকর্তা থানায় বাদী হয়ে মামলা দায়ের করবেন।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫