ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক ২৬

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ছয়টায় বেনাপোলের ভারত সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে এদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জের পার্থ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮), সুরেন ঠিকাদারের ছেলে শচিন ঠিকাদার (৭০), শরৎচন্দ্রের ছেলে কালিপদ চন্দ্র (৩০), তারক রায়ের ছেলে অখীল  রায় (৫০), বরিশালের শ্যামল  চন্দ্র হালদারের  স্ত্রী সুচন্দা রানী (৪৭), রাজবাড়ীর উত্তম কুমারের স্ত্রী দূর্গারানী (৬০), নড়াইলের অনিমেষ বিশ্বাসের স্ত্রী মিম বিশ্বাস (২৩) , তার মেয়ে রিয়া (০৪), ফিরোজ মোল্লার স্ত্রী মর্জীনা বেগম (৩৫), বরকত আলীর মেয়ে মুন্নি (১৯), আশাদুলের স্ত্রী পলি বেগম (২৫), তার ছেলে ইব্রাহীম (০২), ইসমাইল (০৫), আলীম মোল্লার ছেলে শরিফুল ইসলাম (১৭), আলীম মোল্লার স্ত্রী নাসিমা বেগম (৪৫), নদী রায় চাঁদ বিশ্বাসের স্ত্রী গৌরী দাস (৫০), সুবর্ণ বিশ্বাসের স্ত্রী প্রিয়া বিশ্বাস (২৫), গিরিস বিশ্বাসের ছেলে শ্রীপতি বিশ্বাস (৪০), মন্টু বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২৮), হিমাংশ পাটোয়ারীর ছেলে সুমণ্ডল পাঠোয়ারী (১৮), অশোক বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাস (৩৫), অনিমেষের স্ত্রী মিম বিশ্বাস (২৫), রমাল মজুমদারের স্ত্রী ইতিরানী (৪৫), ছেলে শুভল মজুমদার (২৫), ফেনীর সালেহ আহম্মদের ছেলে নাজিম উদ্দীন (২২) ও কুমিল্লার আনোয়ারের ছেলে কাউছার আলী (২৪)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় দালাল চক্রের সঙ্গে অবৈধ চুক্তি করে তারা বেনাপোলের সাদিপুর সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ওই সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আটক হওয়া নারী-পুরুষদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।