নেত্রকোনা: নেত্রকোনায় অহিদ মীর (৬৫) নামে এক কৃষখ হত্যার দায়ে খোকন মীর (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে।
আসামির উপস্থিতিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।
একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
খোকন জেলার মদন উপজেলার আলমশ্রী গ্রামের মৃত হাদিছ মীরের ছেলে।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সুভাষ বণিক অজয় জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অহেদ মীরের সঙ্গে প্রতিবেশী খোকনের ঝগড়া হয়। এর একপর্যায়ে খোকন বল্লম দিয়ে অহেদ মীরের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তির ছেলে কামাল হোসেন মীর ওই রাতেই খোকনসহ ১১ জনকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন জসীম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫