চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে পিকেটাররা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর-হাইমচর সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পিকআপ চালক ওয়ালি উল্ল্যাহ বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ থেকে মাছ নিয়ে এসে চাঁদপুরের চান্দ্রা এলাকায় রেখে আবার নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথে চাঁদপুর-হাইমচর সড়কের লক্ষ্মীপুর এলাকায় পাইপ ফেলে গাড়িটির গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এসময় হেলপার সোলেমান মিয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দেখে চিৎকার দিলে সটকে পড়ে তারা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে চাঁদপুর পুরান বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে পিকআপ ভ্যানের মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫