ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানার মোমেনবাগে এক ব্যক্তিকে খুন করে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতদল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ওয়ালটন গ্রুপের মোবাইল সেকশনের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পারভেজ আহম্মেদের ভাড়া বাসার তৃতীয় তলায় এ ডাকাতি হয়।
পারভেজ বাংলানিউজকে জানান, ৪/৫ সদস্যের একটি ডাকাতদল এ ঘটনা ঘটিয়েছে।
নিহত আব্দুল জলিল মিয়া (৫২) পারভেজ আহম্মেদের বাবা। ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার সুলতানপুর গ্রামে তার বাড়ি।
চিকিৎসার জন্য আব্দুল জলিল ও তার স্ত্রী শেফালী ছেলের রাজধানীর তিন নং মোমেনবাগের বাসায় আসেন।
পারভেজ আহম্মেদ বলেন, রাতে মা-বাবা এক রুমে এবং আমি ও আমার স্ত্রী অন্য রুমে ঘুমিয়ে পড়ি। ভোরে মা চিৎকার করে ডাকতে শুরু করলে আমাদের ঘুম ভেঙ্গে যায়। পরে দেখি মার গলায় ৪/৫ জনের একটি ডাকাতদল চাপাতি ধরে জিম্মি করে রেখেছেন।
এ সময় ডাকাতরা তাদেরে হাত-পা বেঁধে নগদ ১০ লাখ টাকা, ৫০০ মার্কিন ডলার এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
এর আগে ডাকাতদল অসুস্থ জলিল মিয়ার মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে জানান পারভেজ আহম্মেদ।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাজধানীর রাজারবাগ এলাকার আল বারাকা হাসপাতাল থেকে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫