ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কদমতলী বাসস্ট্যান্ডে খালি দু’টি বাস দাঁড়িয়ে ছিল। এসময় চার/পাঁচজন দুর্বৃত্ত বাস দু’টিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দুই বাসের সবগুলো সিট পুড়ে গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫