ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পরিচয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সিলেটে পরিচয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের বালাগঞ্জে পরিচয় অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বালাগঞ্জ-দেওয়য়ানবাজার সড়কের জামালপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ।



বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গলায় গামছা পেছানো অবস্থায় ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের গায়ে লেদার টাইপের কালো জ্যকেট ও পরনে জিন্সের প্যান্ট ছিলো।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে ওই যুবকে অন্য কোথাও শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করেন ওসি তরিকুল। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।