নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পুলিশের ব্যবহৃত লাঠি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফতুল্লার পোস্ট অফিস রোডের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময়ে মোটরসাইকেলে থাকা ওই দু’জনকে আটক করা হয়।
আটকরা হলেন-ঢাকার শ্যামপুর এলাকার রাসেল (২৭) ও সজীব (২৮)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ পরিচয়ে চক্রটি বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫