ময়মনসিংহ: কবি, সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাপক গাউসুর রহমানের শ্বশুর, বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত পার্সেল ইনচার্জ আলহাজ সেকান্দর আলীর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে (বাদ যোহর) ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এরআগে মঙ্গলবার ভোর রাতে ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন আলহাজ সেকান্দর আলী (৭৬)। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য পরিচিতজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫