ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত-পরিচয় (২৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, সকালে আগানগরের বেড়িবাঁধ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতদেহটির ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫