ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১০টি ককটেলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ফেনীতে ১০টি ককটেলসহ আটক ১ ছবি : প্রতীকী

ফেনী: ফেনীতে ১০টি ককটেলসহ মোহাম্মদ নুর উদ্দিন নামে এক রিকশা চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুমসাদ্দা পাকা রাস্তার মাথা এলাকা থেকে ককটেলসহ তাকে আটক করা হয়।



পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে একটি রিকশা থামায়। এসময় রিকশার দুই যাত্রী পালিয়ে যায়। পরে রিকশার সিটের নিচে তল্লাশি চালিয়ে ১০টি ককটেল পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ককটেলগুলোসহ চালককে আটক করা হয়।

সূত্রটি আরো জানায়, এ ব্যাপারে ফেনী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

আটক নুর উদ্দিন দানগভূঞা উপজেলার বারাহীগুনী এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।

ফেনী মডেল থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।