চাঁদপুর: চাঁদপুরে ধর্ষণ মামলায় মো. মনির হোসেন (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় দেন।
সাজার আদেশপ্রাপ্ত মনির জেলার ফরিদঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর রাতে চরপোয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করেন মনির। ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে মনিরকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫