ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরে ধর্ষণ মামলায় মো. মনির হোসেন (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্ত মনির জেলার ফরিদঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর রাতে চরপোয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করেন মনির। ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে মনিরকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।