ঢাকা: মায়ানমার সীমান্তে ৩৮টি ইয়াবা পয়েন্ট চিহ্নিত করে তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবিকে।
এ ছাড়া ভারত সীমান্তে চিহ্নিত ফেনসিডিল কারখানাগুলোও বন্ধের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা জানান।
তিনি বলেন, ইয়াবা পাচারের এসব রুট বন্ধের বিষয়ে বিজিবির পক্ষ থেকে মায়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
এসব রুট বন্ধে মায়ানমার কর্তৃপক্ষ বিজিবিকে আশ্বস্ত করেছে বলেও জানান শিল্পমন্ত্রী।
‘ঠিক একইভাবে ফেনসিডিলের বিষয়ে ভারত সরকারকে বলা হয়েছে। তারাও যেন সীমান্তে ফেনসিডিল কারখানা বন্ধ করে দেয়। এরইমধ্যে তারা এ এ বিষয়ে আশ্বস্ত করেছে’—যোগ করেন আমু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশরাফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
এছাড়া আইন-শৃঙ্খলা বহিনীর উর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন বৈঠকে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ১০১৫, আপডেট: ১৬২৬ ঘণ্টা