ঢাকা: নিউজার্সিতে হয়ে গেলো চিরায়ত বাঙলার বসন্ত উৎসব। আর এ উৎসবকে কেন্দ্র প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জাবি অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুজিত পালের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সচিব মোহাম্মদ নাসিরুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফাল্গুনের শুভেচ্ছা জানান।
এসময় সুজিত পালকে ফুল দিয়ে সংবর্ধনা জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কবির কিরণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহের কবিরের সঞ্চালনায় উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পী জাফর বিল্লাহ।
তার মোহনীয় কণ্ঠের রবীন্দ্র সংগীত দিয়ে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে তুলেন তিনি। ।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য অর্ঘ্য সারথী সিকদার, শাহরিয়ার তৈমুর, মাখনুন নবনী, রোজী, উর্মি প্রমুখ গান পরিবেশন করেন।
অ্যাসোসিয়েশনের সচিব মোহাম্মদ নাসিরুল্লাহ জানান, চলতি বছরের এপ্রিলে সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এতে অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সহযোগিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫