ফেনী: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহিনুজ্জামান জানান, পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫