চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু ও ভারতীয় চোরাই পণ্যসহ প্রায় ১২ লাখ ৬৫ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৬) সদস্যরা।
সোমবার রাত থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর পযর্ন্ত জীবননগর, দর্শনা, দামুরহুদা উপজেলার বিভিন্ন গ্রামে বিজিবির টহল দল এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ক্যাম্পের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানকালে বিজিবি ১৫৩ বোতল মদ, ২১৭ বোতল ফেনসিডিল, ৭৮ পিস লুঙ্গি, চারটি গরু, ১৫ হাজার পিস টিভির কার্বন ফিল্ম রেজিস্ট্রার, এক হাজার একশ টিভির ক্যাপাসিটার এবং ২৮ হাজার ভারতীয় ডেক্সাম ট্যাবলেট উদ্ধার করে। এসবের আনুমানিক মূল্য ১২ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা।
উদ্ধারকৃত মালামাল চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমস ও ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫