মাগুরা: চার বছরে মাগুরায় গ্রাম আদালতের আওতায় দুই হাজার ৫৮০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
জেলার দু’টি উপজেলার ১৪টি ইউনিয়নে চলমান এলজিএসপির এ প্রকল্পে ইতোমধ্যে ক্ষতিপূরণ বাবদ ৮৯ লাখ তিন হাজার ৯৫ টাকা আদায় করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহাদৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হাসান, মহম্মদপুর ইউএনও কামরুল হাসান ইউএনপিডিপি’র প্রতিনিধি আমির হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী শহিদুজ্জামান প্রমুখ।
সভায় জানানো হয়, ‘অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। ফলে প্রচলিত আদালতে মামলার জট কমে আসছে। একই সঙ্গে গ্রামের মানুষ দ্রুত ও স্বল্প খরচে ন্যায় বিচার পাচ্ছেন।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জেলা গ্রাম আদালত বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫