ঢাকা: স্থাপত্যকলার বিচারে জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। তাইতো প্রতিবছর বিভিন্ন দেশের দর্শনার্থীরা আসেন স্থাপনাটি দেখতে।
কিন্তু নির্দেশের এক বছর অতিবাহিত হলেও, এখনো সংগ্রহ করতে পারেনি মূল নকশা। তবে সংসদ ভবনের ভেতরের প্রায় ২০১টি নকশা ইতোমধ্যে সংসদ সচিবালয় হাতে পেয়েছে। আর তাই দিয়ে চলছে সংসদের নকশা প্রদর্শনের কাজ।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের অন্যতম এ স্থাপনাটির প্রায় ১০ হাজার নকশা রয়েছে। এসব নকশা যুক্তরাষ্ট্রে পেন্সিলভানিয়া স্টেট ইউনির্ভাসিটির আর্কিটেকচারাল আর্কাইভে সংরক্ষিত রয়েছে। ইতোমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই ইউনির্ভাসিটির পক্ষ থেকে জানানো হয়েছে অর্থের বিনিময়ে তা সংগ্রহ করা যাবে। এতে প্রায় কোটি টাকার উপরে খরচ হবে বলে জানা গেছে।
সংসদের নকশা সংগ্রহের অগ্রগতি নিয়ে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয় মূল নকশাসহ আরো কিছু নকশা আনতে বেশকিছু টাকার প্রয়োজন। তবে টাকার বিনিময়ে হলেও, তা সংগ্রহের মত দিয়েছে মিটিংয়ে উপস্থিত সবাই।
নকশার বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ‘কিছু নকশা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। তবে সংসদের পুরো এলাকার ম্যাপ এখনো আনা হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে আমাদের কাছে যা আছে তা দিয়েই প্রদর্শনের ব্যবস্থা করবো। ’
১৯৬১ সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে বর্তমান সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। স্থপতি মাজহারুল ইসলামকে এই ভবনের স্থপতি নিয়োগ করা হয়। তার প্রস্তাবেই লুই আই কান এই প্রকল্পের প্রধান স্থপতি হিসেবে নিয়োগ পান। দীর্ঘ সাধনার পর ১৯৮২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে স্থপতি লুই আই কানের করা মূল নকশা আনার উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়।
গত বছর সংসদের চারপাশে নিরাপত্তা বেষ্টনি তৈরির উদ্যোগ নেওয়ার পর বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আসা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন, এর মাধ্যমে মূল নকশায় আঘাত করা হবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও সংসদ এলাকায় মূল নকশার বাইরে স্পিকার-ডেপুটি স্পিকারের জন্য বাসভবন বানানো হয়। সমালোচনার মধ্যেই সংসদ চত্বরের ভেতর দিয়ে মেট্রোরেল প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে মূল নকশার সৌন্দর্যে ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন স্থাপত্য বিশেষজ্ঞরা।
সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম খান বাংলানিউজকে বলেন, সংসদের মাস্টার প্লানটা এখনও পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে তাদের আর্কাইভ থেকে প্রিন্ট ও আনুষঙ্গিক খরচের টাকা দিলেই নকশাটি দেওয়া হবে। সেভাবেই যোগাযোগ করা হয়েছে। একটি টিম অচিরেই সেখানে যাবে নকশা আনতে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
** বাংলাদেশি চ্যানেল ভারতে প্রদর্শিত হয় না