মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার টেংরা বাজার ইউনিয়নের মাথিউড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শিশির কর্মকার (৩৫), অহিন্দ্র সরকার (৩৩) ও জাকির হোসেন (৩০)। তারা রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।
রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নরুন নবী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাতিউড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও হুইস্কিসহ তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫