রাজশাহী: রাজশাহী মহানগরীর মোবাইল ফোন ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে হড়গ্রাম পূর্বপাড়া থেকে ১৯টি মোবাইল ফোন সেটসহ তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, ছিনতাইকারী সিন্ডিকেটের মূল হোতা মহানগরীর হড়গ্রাম এলাকার ইফতার, ভাটাপাড়ার সাব্বির ও মহিষবাথানের ফরিদ।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যেই তাদের রাজপাড়া থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, গত ১ ফেব্রুয়ারি উপশহর এলাকার আসাদুজ্জামান শেলী নামে এক ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই হয়। ব্যবসায়ী শেলীর অভিযোগের ভিত্তিতে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯টি মোবাইল ফোন সেট।
এদের মধ্যে ইফতার মোবাইল ফোন ছিনতাইকারী সিন্ডিকেটের মূল হোতা। তাদের আরও সদস্য রয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
ইফতে খায়ের আলম আরও জানান, মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের একটি বড় সিন্ডিকেট রয়েছে। নির্জন স্থানে তারা মোটরসাইকেল নিয়ে ওঁত পেতে বসে থাকেন। সুযোগ পেলেই অস্ত্রের মুখে মোবাইল ফোন ছিনতাই করে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যান। এটিই এদের একমাত্র পেশা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫