ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
আটোয়ারীতে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী আটক ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় বিউটি আক্তার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আনোয়ার হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 
ধামোর ইউনিয়নের ইউপি সদস্য ও নিহতের প্রতিবেশী মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, প্রায় তিন বছর আগে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে একই উপজেলার মীর্জাপুর ইউনিয়নের মীর্জাপুর গ্রামের ফয়জুল হকের মেয়ে বিউটি আক্তারের বিয়ে হয়।

বর্তমানে তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

সোমবার রাত ১০টার পর তারা ঘুমাতে যান। রাত ১১টার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজনসহ তিনিও ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা বিছানায় বিউটি আক্তারের মৃতদেহ পরে থাকতে দেখেন। বিষয়টি গ্রামবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।

বিউটির বাবা ফয়জুল হক বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি এর বিচার চাই। ’
 
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।