ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি যেতে আলাদা নিবন্ধন নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সৌদি যেতে আলাদা নিবন্ধন নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সৌদি আরব যেতে কর্মীদের আলাদা নিবন্ধন হচ্ছে না বলে জানিয়েছেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

নিবন্ধন নিয়ে বিভ্রান্তি এবং গোলযোগের প্রেক্ষাপটে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।


খন্দকার মোশাররফ হোসেন জানান, সারা দেশে কর্মসংস্থান ও জনশক্তি অফিসগুলোতে যে নিবন্ধন চলছে তা বিদেশে লোক পাঠানোর জন্য একটি ডেটাবেজ তৈরির চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, সৌদি আরবসহ মোট ছয়টি দেশে কর্মী পাঠাতে এই ডেটাবেজ তৈরি করা হচ্ছে। এজন্য আলাদা কোনো নিবন্ধন করতে হবে না।

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।   গত ১০ ফেব্রুয়ারি দেশটির সঙ্গে চুক্তিও সই হয়। এরপর থেকেই নাম নিবন্ধন করতে দেশের বিভিন্ন স্থানের কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ভিড় শুরু করেন সৌদি গমনেচ্ছুরা।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ –তেও প্রবাসী কল্যাণ ভবনের প্যাভেলিয়নে ভাঙচুরসহ বিভিন্নস্থানে গোলযোগেরও খবর পাওয়া যায়।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,  সৌদি আরবে যেতে আলাদা করে কোনো নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়নি। প্রাথমিকভাবে গৃহস্থালীর কাজের জন্য নারী কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তবে এখনো তারা কোনো ডিমান্ড পাঠায়নি।

সারা বছরই বিদেশ গমনেচ্ছুদের একটি নিবন্ধন প্রক্রিয়া চালানো হয় জানিয়ে তিনি বলেন, চলমান নিবন্ধন প্রক্রিয়াও এরই অংশ।   বর্তমানে আমাদের ডেটাবেজ প্রায় ২২ লাখ লোক নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী কর্মীরাও আছেন। সৌদি আরবে নারী কর্মীদের ডিমান্ড পেলে প্রথমে এই ডেটাবেজ থেকেই কর্মী বাছাই করা হবে।

‘তবে সৌদি সরকারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মী যদি ডেটাবেজে পাওয়া না যায়, তখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইউনিয়ান তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আলাদা নিবন্ধনের ব্যবস্থা করা হবে’—জানান ইঞ্জিনিয়ার মোশাররাফ হোসেন।

তিনি জানান, কাজ নিয়ে বিদেশে গমনেচ্ছু কর্মীরা সারা বছরই কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়গুলোর মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন।  

গত ৯ ফেব্রুয়ারি মাত্র ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার ৫৯২ টাকা) বেতনে বাংলাদেশ থেকে বছরে এক লাখ ২০ হাজার গৃহকর্মী নেওয়ার একটি চুক্তি করে সৌদি আরব।

এই চুক্তি স্বাক্ষর করতে সৌদি প্রতিনিধি দল বাংলাদেশে আসার আগে ঢাকায় ডিজিটাল মেলা উপলক্ষে সৌদি আরবসহ ছয়টি দেশে যেতে আগ্রহীদের নিবন্ধন করতে বলা হয়।

সেই বিজ্ঞপ্তি অনুসারে দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশ বিশেষ করে সৌদি গমনেচ্ছুরা নিবন্ধনের জন্য প্রবাসী কল্যাণ ভবন ও ডিজিটাল ওয়ার্ল্ডে ভিড় করেন।
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখেই আগ্রহীদের মধ্যে বিভ্রান্তি  সৃষ্টি হয়। আর এ কারণে অতি উৎসাহী হয়ে মানুষজন নিবন্ধন করতে শুরু করেছেন।

আগামী দুই একদিনের মধ্যে  ডেটাবেজ পর্যবেক্ষণ করে শুধু নারী কর্মীদের জন্য নিবন্ধন চালু করা হতে পারে বলে জানান তিনি।

নিবন্ধনের বাইরে কেউ বাংলাদেশ থেকে পৃথিবীর কোনো দেশে কাজের জন্য যেতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

দালালদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কেউ যদি বলে আমাকে টাকা দেন, আমি পাঠাব- তা বিশ্বাস করবেন না।

‘এরপরও যদি কেউ অতি উৎসাহী হয়ে দালালকে টাকা দেয় তাহলে আমাদের কিছু করার নেই’—যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।